সখীপুরে অবৈধ কারখানায় র্যাবের অভিযান
জাহিদুল ইসলাম,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে জুস, চানাচুর ও চিপসসহ শিশুদের মুখরোচক খাদ্য উৎপাদনকারী একটি অবৈধ কারখানার ২৫ লাখ টাকার মালামাল জব্দ, মালিককে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাকে সিলগালা করেছে র্যাব । সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া (পুকুরপাড়) এলাকায় আলামিন এগ্রো ফুডস এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালায় র্যাব।
রসালো ড্রিংকস, লাচ্ছি, ম্যাংগো ড্রিংকস, আইস ললি ,তেঁতুলের আচার, ললিপপ, দিল চানাচুর, লিচুর ড্রিংকসসহ ১৯ ধরনের উৎপাদিত অবৈধ পণ্য উদ্ধার করা হয়। ওই দিনই রাত ৮টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের এক জঙ্গলে নিয়ে ধ্বংস করা হয়।
র্যাব -১৪ টাঙ্গাইল সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল বিকেল ৪টায় অভিযান শুরু করে প্রায় ৪ ঘন্টা ব্যাপী অভিযান চালানো হয়। ওই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ উপস্থিত ছিলেন।
এবিষয়ে এই অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব ১৪ টাঙ্গাইল সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আমরা জানতে পারি দীর্ঘদিন যাবত এ কারখানায় জুস জাতীয় বিভিন্ন ভেজাল শিশু তৈরি করে আসছে। আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সখীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় আজ আলামিন এগ্রো ফুটস এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ করি ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে আদালতের মাধ্যমে কারখানার মালিক কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই কারখানাকে সিলগালা করে দেওয়া হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।