আজ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক
সদরুল আইন, প্রতিনিধি:
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার (১৯ জুন) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। দলটির সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজন করা হবে এই সভার।
রবিবার (১৮ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।