শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

শিশুদের মাঝে আম বিতরণ করলো গ্রীণ আর্কিটেক্ট

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল পরিচালিত গ্রীণ আর্কিটেক্ট এর উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করা হয় । বুধবার (১৪ জুন) কুষ্টিয়া জেলার হটশ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
কোমলমতি শিশুরা ফল পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় গ্রীণ আর্কিটেক্টের প্রতিনিধিরা তাদের ফল খাইয়ে দেয়। শিশুদের আনন্দ উল্লাস প্রফুল্লে মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
বিতরণ অনুষ্ঠানে গ্রীণ আর্কিটেক্টের পরিচালক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, হটশ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা খন্দকার, গ্রীণ আর্কিটেক্টের প্রতিনিধিরা ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
হটশ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা খন্দকার বলেন, ব্যতিক্রমী এমন একটি উদ্যোগের জন্য বাচ্চারা আজ আম পেলো। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
এ বিষয়ে, গ্রীণ আর্কিটেক্টের পরিচালক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, আমরা প্রাথমিক অবস্থায় ৪০টি স্কুল বাছাই করে আমাদের ব্যতিক্রমী আম বিতরণ উৎসব শুরু করেছি। আজ ৩০০ শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ২ টি করে আম দেওয়া হয়েছে। কোমলমতি শিশুদের সাথে মিশে ভালো লাগা কাজ করছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আম বিতরণ * গ্রীণ আর্কিটেক্ট * শিশু
সাম্প্রতিক সংবাদ