বদলগাছীতে প্রাচীরে সিঁদ কেঁটে ২ লক্ষাধিক টাকার মূল্যের ৩ টি গরু চুরি
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):
নওগাঁর বদলগাছীতে গভীর রাতে মাটির প্রাচীরে সিঁদ কেঁটে ২লক্ষ ১০হাজার টাকা মূল্যের ৩টি গরু বকনা চুরি হয়েছে।
চুরির ঘটনাটি ঘটেছে বদলগাছীর থুপশহর গ্রামে।
অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার ভোররাত আনুঃ ৩টায় নওগাঁর বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির থুপশহর গ্রামের নুরুজ্জামানের গোয়াল ঘরের মাটির প্রাচীরে সিঁদ কেঁটে ২লক্ষ ১০হাজার টাকা মূল্যের ৩গরু কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। আশেপাশের গ্রামে ভোররাতেই অনেক খোঁজাখুজি করে না পেয়ে নুরুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার সকালে বদলগাছী থানায় একটি অভিযোগ করেন।
নুরুজ্জামান বলেন, গতকাল সোমবার রাত ৭টা ২০মিনিটের সময় ৩টি গরুকে গোয়াল ঘরে বেঁধে রাখি। রাত ১০টায় পরিবারের সবাই এক সাথে রাতের খাবার খেয়ে গরু দেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মঙ্গলবার ভোররাত ৩টায় ঘুম ভেঙ্গে যায়, তখন আমি গোয়াল ঘরে আসি এসে দেখে গোয়াল ঘরে কোন গরু নেই এবং প্রাচীর কাটা। অনেক খোঁজ করেও কোথাও পাইনি।
স্থানীয়রা জানান, রাত ৩টায় নুরুজ্জামানের চিৎকার চেচামেচিতে সবার ঘুম ভেঙে য়ায়। নুরুজ্জামানের বাড়িতে গিয়ে শুনি তার গরু নেই। আমরা এলাকাবাসি চারিদিকে খোঁজ করতে থাকি। কিন্তু কোথাও পায় না।
এ ব্যপারে বদলগাছী থানা ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি। গরু উদ্ধারের চেষ্টা চলছে।