আহত মুফতি ফয়জুল করীমকে দেখতে বিভিন্ন নেতৃবৃন্দ চরমোনাইতে
মোঃ জাহিদুল ইসলাম ( বরিশাল ) প্রতিনিধিঃ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
মঙ্গলবার (১৩ জুন ২০২৩ ইং) দুপুরে বরিশালের চরমোনাইয়ে দেখতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান এবং ছাত্র শিবিরের মহানগর সভাপতি হাসনাত বায়জিদসহ ১১জন প্রতিনিধি।
মহানগর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানান, যোহরের নামাজ চরমোনাই মসজিদে পড়েছি। এরপর ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের সাথে দেখা হয়। সেখানে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম এবং তাদের আরেক ভাই নায়েবে আমীর অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সাথে সৌহার্দ্যপূর্ণ কথা হয়।
এসময় মুফতি ফয়জুল করীমের স্বাস্থের খোঁজ খবর নিতে পীরসাহেব ও ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুফতী রেজাউল করীমের সাথে কথা বলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি সহমর্মিতা জানান।
বরিশাল মহানগর আমীর বলেন, একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার উপর ন্যাক্কাজনক হামলা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এজন্য আমরা সম্মানিত এবং স্বনামধন্য একজন আলেমকে সমবেদনা জানাতে এসেছি।
চরমোনাই পীর সাহেবের ভাই ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেন, জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আমার ভাইকে দেখতে এসেছিলেন। আমরা এতে খুশি হয়েছি। আমরা কৃতজ্ঞ। এটা রাজনীতির একটি সৌন্দর্য। তিনি বলেন, পীর সাহেবের সাথে জামায়াতের বর্তমান ভারপ্রাপ্ত আমীর কথা বলেছেন। তিনি এ ঘটনায় মর্মাহত হয়েছেন।