বরিশালে সাংস্কৃতিক কর্মীদের নৌকা মার্কায় সমর্থন
জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধিঃ
১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্ খোকন সেরনিয়াবাদের পক্ষে গনসংযোগ করছেন সাংস্কৃতিক কর্মীরা।
মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন ৩৭ সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানেরা তারা গণসংযোগ করেছেন।
বিকেলে নগরীর নাজিরাপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করে সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা। তারা ৩টি পয়েন্টে পথ সভা করেছে। পরে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বাসুদেব ঘোষ, স্নেহাংশু বিশ্বাস প্রমুখ।