শিরোনাম
দেশে ফিরেছেন, সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন   » «    বাসের ঢাক্কায় একই পরিবারের ৪ জন নিহতের দাফন সম্পন্ন   » «    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর   » «    সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি   » «    গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আযমী’র বরখাস্ত আদেশ বাতিল   » «   

কাউন্সিলর রনির উদ্যোগে বরিশালে নজর কাড়ছে দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা

এস এল টি তুহিন, বরিশাল প্রতিনিধি:
বরিশাল বিভাগের মধ্যে এই প্রথম বরিশাল নগরীতে স্থাপন করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা। নগরীর ৫নং ওয়ার্ডের প্রধান সড়কের ২নং গলির মুখে এই ফোয়ারাটি নির্মিত হয়েছে। নান্দনিক এই ফোয়ারাটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। এক সময়ের অবহেলিত ওয়ার্ড হিসেবে পরিচিত পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা তৈরিতে খুশি ওয়ার্ডবাসীরা।
মিজান হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের এই পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা হবে কোনোদিন ভাবিনি, এটি হয়েছে শুধুমাত্র আমাদের কাউন্সিলর কেফায়েত হোসেন রনির জন্য। আর এমন একটি স্থাপনা তৈরির জন্য কাউন্সিলর রনির কাছে আমরা কৃতজ্ঞ। আতিকুর রহমান নামে ওই ওয়ার্ডের আরেক বাসিন্দা বলেন, এমন একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা আমি এর আগে কোনদিন দেখিনি।
এটি আমাদের ওয়ার্ডেই তৈরি করা হলো, এর জন্য আমরা গর্বিত। আবিদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমি ১৬নং ওয়ার্ডের বাসিন্দা। এক বন্ধুর মাধ্যমে এই ফোয়ারাটির কথা শুনে দেখতে এলাম। খুবই সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে। যা দেখে অনেক ভালো লেগেছে। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ইসলামিক এই ফোয়ারাটি চালু করা হয় চলিত মাসেই। ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর কেফায়েত হোসেন রনির ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন এই স্থাপনাটি বাস্তবায়ন হয়েছে।
অবহেলিত এই ওয়ার্ডটিতে আধুনিকতার ছোঁয়া দিতে এই ফোয়ারাটি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের থেকে আমাদের এই ওয়ার্ডটি অবহেলিত ছিলো। সেই অবহেলিত ওয়ার্ডটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ অনেক কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, আসলে আমাদের এই ওয়ার্ডটিকে কলোনি বা অন্যভাবে চিন্তা করে অনেকে সেখান থেকে বেড়িয়ে এসে সুন্দর ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই ছিলো আমার মূল উদ্দেশ্য। তাই এই দৃষ্টিনন্দন স্থাপনাটি তৈরি করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইসলামিক ফোয়ারা * প্রধানমন্ত্রী * বরিশাল
সাম্প্রতিক সংবাদ