বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ
 হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিযাচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আব্দুল আহাদ, মোঃ ফরিদ মিয়া, মঞ্জু কুমার দাশ, জয় কুমার দাশ, মোঃ আনোয়ার হোসেন, শাহ মাসউদ কুরাইশী মক্কী, মোঃ এরশাদ আলী, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, শেখ শামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, আওয়ামীলীগ নেতা বিপুল ভূষন রায়, শাহনেওয়াজ ফুল ও শাহজাহান মিয়া, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজল চ্যাটার্জি প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, বিভিন্ন কর্মকর্তা ও
আইনশৃৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় গত এপ্রিল মাসের আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশীয় অবৈধ অস্ত্র থানা অথবা পুলিশ ফাড়িতে জমা দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের ৭ দিনের সময় বেধে দিয়ে নোটিশ জারির পরে ও কোন অস্ত্র জমা না দেয়ায় অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সম্প্রতি ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার দাশ হত্যা মামলায় আসামী হওয়ার বিষয়টি সভায় অবগত করলে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে তদন্তে নির্দোশ প্রমাণ হলে মামলা থেকে চেয়ারম্যানকে অব্যাহতি দেয়ার জন্য অফিসার ইনচার্জয়ের নিকট দাবী  জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ