ডিআইজি মাহবুব আলম জিএমপির পুলিশ কমিশনার

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান ডিআইজি মাহবুব আলম জিএমপি পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
পুলিশ কমিশনার মাহবুব আলম  হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক  মরহুম ওসমান সরকারের ছেলে।   গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) হিসেবে তার পদোন্নতি লাভ  গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ  করা হয়।
এর আগে তিনি বাংলাদেশ পুলিশ, ঢাকা উপ-পুলিশ মহাপরিদর্শক আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) পদে অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে   দায়িত্ব পালন করেন।
তিনি ডিআইজি, ডিবি ও টাঙ্গাইলের এসপি হিসেবে  দায়িত্ব পালনকালে  অত্যন্ত সততা ও সাফল্যের সাক্ষর রেখেছেন। অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার  সাথে  সুচারুরূপে তার উপর অর্পিত সকল  দায়িত্ব পালন  করেছেন এই চৌকষ পুলিশ কর্মকর্তা।
ডিআইজি মাহবুব আলম – এর পুলিশ কমিশনার পদে পদোন্নতি লাভ করায় হোমনা সহ বিভিন্ন এলাকা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা অব্যাহত রয়েছে।
 পুলিশ কমিশনার মো. মাহবুব আলমের  হিতাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সকলেই তার উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গলকামনা কামনা করছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ডিআইজি মাহবুব আলম জিএমপির পুলিশ কমিশনার
সর্বশেষ সংবাদ