নায়ক ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

সদরুল আইনঃ
অভিনেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
 আগামী ১৭ জুলাই ব্যালট পেপারে এই উপনির্বাচনের ভোট হবে। বৃহস্পতিবার (১ জুন) এ সংক্রান্ত তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
 প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংসদের কোনও সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কোনও দৈব-দুর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে।
 করোনাভাইরাস মহামারিতে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২০ সালে কয়েকটি উপনির্বাচন এ দ্বিতীয় ৯০ দিনের মধ্যে করা হয়েছিল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নায়ক ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
সর্বশেষ সংবাদ