সিংগাইর থানায় জিডি মূলে ১৩টি হারানো মোবাইল উদ্ধার
মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইর থানার জিডি মূলে বিভিন্ন মডেলের ১৩টি হারানো মোবাইল উদ্ধার করেছেন থানা পুলিশ। বুধবার(৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে থানা চত্ত¡র গোলঘর থেকে ভুক্তভোগীদের হাতে এ মোবাইল সেট তুলে দেয় হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর সার্কেলের (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান, থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, ইন্সপেক্টও (তদন্ত)মানবেন্দ্র বালো, সেকেন্ড অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুর রহমান (ভিপি শহিদ), পৌর প্যানেল মেয়র মো.সমেজউদ্দিন, উপ-সহকারি পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন প্রমুখ। হারানো মোবাইল সেট পেয়ে আনোয়ার হোসেন(৫৮) পুলিশের এ কার্যক্রমে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিংগাইর সার্কেলের (এএসপি)আব্দুল্লাহ আল ইমরান বলেন,এখন মোবাইল সেট হারিয়ে ও চুরি হয়ে গেলে কেউ ব্যবহার করতে পারবে না। মোবাইল হারিয়ে গেলে যথাসময় থানায় জিডি করবেন। আমরা প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করে দেয়ার চেষ্টা করব।