সিংগাইরে ভ্রাম্যমান আদালতে হাসপাতালের পরিচালকের ৪ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা


মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে আলফা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে মেয়াদোর্ত্তীণ লাইসেন্স দিয়ে পরিচালনা করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা সেই সাথে ওই হাসপাতালেরপরিচালক মো. খবির উদ্দিনকে (৪৬) ৪ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কাগজপত্র না
থাকায় হাসপাতালটি বন্ধ করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আবদুল কাইয়ুম খান।

বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার শহিদ রফিক সরনীর দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজ পত্রছাড়াই দেদারছে চালিয়ে আসছিল অবৈধ আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতালে কোন এমবিবিএস ডাক্তার ,টেকনিশিয়ান না থাকায় তারা আয়া ও নার্স দিয়ে পরিচালনা করে আসছিলেন। আর এ অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে এর সত্যতা পান ভ্রাম্যমান আদালত। পরে মেডিকেল প্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরোটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে ১৯৮২ এর ৮ ধারায় পরিচালক খবির উদ্দিনকে ৪ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. তাবাসসুম মারিয়া , আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রায়হানুল হক ও পুলিশ সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৫ হাজার টাকা জরিমানা