ময়মনসিংহে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আইন বাতিলের দাবীতে আয়কর আইনজীবীদের মানববন্ধন 

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ;-
৩১ শে মে বুধবার সকালে  দেশের রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপপ্রয়াসে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এসআরও নং ১৬৮ আইন আইকর ২০২৩  কালো আইন বাতিলের দাবিতে আয়কর আইনজীবীদের দি ময়মনসিংহ ট্যাক্সো বার এসোসিয়েশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে  ।
দি ময়মনসিংহ ট্যাক্সো বার এসোসিয়েশন আইনজীবীদের কর্তৃক আয়োজিত মানববন্ধনে কর আইনজীবী মোঃ রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এসআরও নং ১৬৮ আইন আইকর ২০২৩  কালো আইন বাতিলের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন  ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি  ও  বাংলাদেশ ট্যাক্স ল’য়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)’র সহ সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন,  বীর মুক্তিযোদ্ধা কর আইনজীবী   হারুন অর রশিদ,  কর আইনজীবী ফেরদৌসুর রহমান হীরা, এডভোকেট  মীর  আফজালোর রহমান পান্নু, দি  ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়কর উপদেষ্টা সৈয়দ ফেরদৌছুর রহমান,, কর আইনজীবী মো. নজরুল ইসলাম, কর আইনজীবী আজিজুল হাই সোহাগ প্রমূখ  ।
 মানববন্ধনে বক্তাগণ বলেন,  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটা প্রস্তুতকারী বিধিমালা ২০২৩-এর যে খসড়া প্রস্তুত করেছে সংসদে পাস করবে বলে, তা এককথায় বিধিমালা এস.আর.৩. ১৬৮ এবং সেকশন ১৭৪ এর মধ্যে সাংঘর্ষিক ও বাংলাদেশে বিদ্যমান ৫০ হাজারেরও বেশি আয়কর সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে মতাদর্শিক বিরুদ্ধাচরণ। কেননা, প্রস্তাবিত আইনে যা বলা হয়েছে তা বাস্তবায়ন হলে সম্মানিত করদাতাদের দুর্ভোগ বাড়বে বিনে কমবে না । যদিও সরকার প্রাথমিকভাবে আশ্বাস দিচ্ছে এ আইন দুর্ভোগ কমানোর আইন । সত্যি বলতে কি, আমার ৪৭ বছর পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এটি অযৌক্তিক আইন যা করদাতাদের জন্য সরকার মহোদয় প্রস্তুত করছে …..।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণয়নকৃত ‘মানুষ ভোগান্তি’ নামক এমন আইনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এনবিআর প্রদত্ত আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩-এর যে খসড়া প্রস্তুত করা হয়েছে তা বাতিলের দাবী জানাচ্ছি ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ময়মনসিংহে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আইন বাতিলের দাবীতে আয়কর আইনজীবীদের মানববন্ধন