কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন আব্দুল গফুর নামের এক রিকশাচালক। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি।
বুধবার (৩১ মে) সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের ২৪ টিউবওয়েল নামক এলাকায় টাকাগুলো কুড়িয়ে পান তিনি।
এর আগে সকালে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে টাকার একটি বান্ডিল কুড়িয়ে পান আব্দুল গফুর। টাকা পাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করেন। পরে পুলিশের মাধ্যমে ওই টাকা প্রকৃত মালিক রেজাউলের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আবদুল গফুর গরীব হয়েও তার এমন মানবিক কাজ আসলেই আমাদের জন্য শিক্ষার।
টাকা পেয়ে রেজাউল ইসলাম বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ফেরার পথে রাস্তায় পড়ে যায়৷ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখি টাকাটা আমার পকেটে নাই। তারপর শুনলাম একজন রিকশাচালক টাকাটা পেয়েছেন। আমি এসে কিছু প্রমাণ দিলাম৷ আর আমার টাকা আমাকে ফেরত দেওয়া হলো৷ আমি ভাবতে পারিনি যে টাকাটা ফেরত পাব৷ আমি সেই রিকশাচালক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।
এ বিষয়ে রিকশাচালক আব্দুল গফুর বলেন, টাকাটা পাওয়ার পর অনেকে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন৷ কিন্তু আমি কাউকে দেইনি। আমার ইচ্ছে ছিল প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া। আমি সেটা করতে পেরে খুব খুশি।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মামুন বলেন, ওই রিকশাচালক তাৎক্ষণিক আমাদের বিষয়টি জানালে সেখানে যাই। মা এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম এ টাকার প্রকৃত মালিক। ব্যাংক থেকে তুলে ব্যবসায়িক কাজে তিনি টাকাটা নিয়ে যাচ্ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক