সরাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে)  উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি র‍্যালী বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তা চিকিৎসক  নোমান মিয়া, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন  সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সদর ইউপি  চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মাহফুজ আলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।  আলোচনায় বক্তারা তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সরাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
সর্বশেষ সংবাদ