সালথায় ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবর্তী মা, দুগ্ধদানকারী মা এবং কিশোর কিশোরীদের পুষ্টির অবস্থার উন্নয়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে USAID ( ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) অর্থায়নে বেসরকারী সংস্থা আইডিই বাংলাদেশ এর আয়োজনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগীতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমীন হোসেন।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বাংলাদেশ নিউট্রিশন এক্টিভিটি প্রকল্পের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজমত আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, প্রকৌশলী আবু জাফর, সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সদস্য সচিব, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী ও স্যানিটেশন ব্যবসায়ী প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত * সালথায় ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ
সর্বশেষ সংবাদ