মাদারীপুরের রাজৈর কদমবাড়ী গনেশ পাগলের মেলা থেকে ৭ জুয়ারী আটক
মীর ইমরান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে কদমবাড়ী তিন ব্যাপী মেলা শুরু হয়। প্রথম দিন দিন থেকেই জুয়া খেলা শুরু হয় ।এতে সমাজের যুব শ্রেনীর আসক্ত হতে থাকে জুয়া খেলার প্রতি। সন্ধ্যা রাত থেকে ভোররাত পর্যন্ত চলে জুয়া খেলা আর বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ মে) রাতে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাতজন জুয়ারীকে গ্রেপ্তার করে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
মাদারীপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় , মাদারীপুরের রাজৈর উপজেলার কদম বাড়ী গনেশ পাগলার মেলায় (কুম্ভ মেলা) অসাধু কিছু লোক জুয়া পরিচালনা করছে। এতে অতি লোভের আসায় সরল সোজা অনেক মানুষ প্রতারিত হচ্ছেন, নগদ টাকা ১২,৬২০,১ টি চোরকি , ৬ টি ছক্কা, ৪ টি বৌরাণী ,২ টি ব্যানারের কোড, ১ টি প্লাস্টিকের ডিব্বাসহ উত্তম কুমার (২৭) পিতা মৃত সত্য রঞ্জন সরকার, গ্রাম:কালিয়া, থানা-নড়া গাতি, জেলা- নড়াইল,মোঃ বেল্লাল হোসেন (৫৫)পিতা- মৃত- মনতাজ আলী
সাং-খোকশা বাড়ী, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ মোসলেম মন্ডল (৪৫) পিতা- মৃত- মহর মন্ডল,গ্রামঃ কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। ৪!মো: হাফিজুল ইসলাম (৪০) পিতা- মৃত- মজিবুর রহমান সাং- কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ ,মো: নওশাদ আলী (৪২) পিতা- মৃত ওসিম উদ্দিন ,সাং- পাচুরিয়া থানা- বাগ হাতিপাড়া, জেলা- নাটোর। মাহাম মন্ডল(৪৫) পিতা- মৃত কিসমত মন্ডল গ্রামঃ কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ শরীফ (৫২)পিতা- মো: আফসার উদ্দিন গ্রামঃ পাচুরিয়া, থানা- বাগ হাতিপাড়া, জেলা- নাটোর। জব্দকৃত আলামত ও আটককৃত সাত জনকে রাজৈর থানা জুয়া আইনে একটি মামলা রুজু হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ( ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের নিরাপত্তার জন্য জেলা গোয়েন্দা পুলিশ সব সময় জনগণের পাশে আছে , গোয়েন্দা পুলিশের অপরাধ দমনে কার্যকর ভূমিকা সব সময় রাখবে। মাদক,জুয়া ও অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।