দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন ‘নীলফামারী এক্সপ্রেস’ ট্রেন

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নীলফামারীর চিলাহাটি-ঢাকা রেলপথে চালু হচ্ছে দিবাকালীন নতুন একটি আন্তঃনগর ট্রেন। আন্তঃনগর এই নতুন দিবাকালিন ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘নীলফামারী এক্সপ্রেস’। আগামী ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রেলপথে দিবাকালীন এই আন্তঃনগর ট্রেনটি নিয়মিত চলাচল শুরু হবে। ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি নতুন আন্তঃনগর ট্রেনটি চলাচলসহ ট্রেনটির নামকরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিলাহাটি প্রান্তে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ নীলফামারীর সকল সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেলের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইতিমধ্যে উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।

দিবাকালীন আন্তঃনগর ট্রেনে চালুর খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দে মেতেছে জেলাবাসী। পাশাপাশি চাহিদা অনুযায়ী আসন বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন জেলাবাসী।

বাংলাদেশ রেলওয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে,‘আগামী ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রেলপথে নতুন দিবাকালীন এই আন্তঃনগর ট্রেনটি নিয়মিত চলাচল শুরু হবে। চিলাহাটি থেকে প্রতিদিন এ ট্রেন সকাল ৬টায় ছেড়ে বিকাল ৩.১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছাবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছাবে। তবে স্টেশন অনুযায়ী ট্রেনটির সময় সূচি এখনও প্রকাশ করা হয়নি। এ ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার। নীলফামারী এক্সপ্রেস চলাচলের সময় ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পারবর্তীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।’

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ‘মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী চিলাহাটি-ঢাকা রেলপথে নতুন একটি দিবাকালীন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করা সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে ওই রুটে নতুন আন্তঃনগর ট্রেনটি ট্রায়ালও শেষ করা হয়েছে। আগামী ৪জুন নতুন এই ট্রেনটি ভিডিও ভার্চুয়ালী উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রসঙ্গত,‘ আন্তঃনগর নীলসাগর চালু হওয়ার বেশ কিছু দিন পর ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম, ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-পঞ্চগড় রেলপথে  দিবা ও রাত্রিকালীন একাধিক ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যান্য রেলপথের তুলনায় চিলাহাটি-ঢাকা রেলপথে যাত্রীর সংখ্যা অনেক বেশি হলেও ৩৮৩ কিলোমিটার দূরত্বের চিলাহাটি-ঢাকা রেলপথে চলাচল করছে একমাত্র রাত্রিকালীন আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস। অন্যান্য রুটে নতুন করে একাধিক ট্রেন চালু হওয়ায় নীলফামারী জেলাবাসী দীর্ঘ দিন থেকে এ রুটে নতুন একটি দিবাকালীন আন্তঃনগর ট্রেনের চালু দাবিতে মানববন্ধনসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দীর্ঘ প্রতিক্ষা * নীলফামারী এক্সপ্রেস * নীলফামারী এক্সপ্রেস’ ট্রেন
সর্বশেষ সংবাদ