জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা করেন হুইপ স্বপন

আঃ রাজ্জাক জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সোমবার (২৯ মে) সন্ধ্যা ৬ টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে জনগুরুত্বপূর্ণ বিষয়ে এক মুক্ত আলোচনা করেন।
জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এর আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায়  জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে ও  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড.  নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম সোলায়মান আলী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফিজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী।
এ সময় মতামত তুলে ধরে জয়পুরহাট জেলা জাতিয় পাটির সাধারণ সম্পাদক বলেন, জয়পুরহাট চিনিকল, যেনো কোনো রকমে বন্ধ না হয়।চিনিকল কে সচল করতে সবধরনের সহযোগিতা চেয়েছেন হুইপ মহোদয়ের কাছে।
প্রেসক্লাব ক্ষেতলাল এর সহসভাপতি সাংবাদিক এস এম মিলন বলেন, কালাই উপজেলার উদয়পুর ইউপি সদস্য নুরুন্নবী সরকার একজন কিডনির দালাল ও অস্ত্র ব্যবসায়ী তার বিরুদ্ধে নিউজ প্রকাশের জেরে আমাকে হুমকি দেওয়া হচ্ছে এ ব্যাপারে আপনার কাছে নিরাপত্তা চাচ্ছি।
এ সময় তারা সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের হুমকি দেওয়া হয় তার নিরাপত্তা চেয়েছে। অন্য এক বিশিষ্ট নাগরিক বলেন জয়পুরহাটের রাস্তা এক মুখী হওয়ার জ্যাম বেশি যদি বিকল্প হতো জ্যাম কম হতো।  ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার বলেন, প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের দিকে লক্ষ্য দিতে হবে।
সাংবাদিক লুৎফর রহমান বলেন, কালাই যাত্রী ছাউনিতে বাস না থেমে রাস্তায় থামায়। এ কারণে রাস্তায় যানযট সৃষ্টি হচ্ছে।
৭১ টিভির সাংবাদিক মোয়াজ্জিম হোসেন বলেন, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসা নেওয়ার জন্য পার্শ্ববর্তী জেলার জনগণও আসে পূর্বে  মান ভালো ছিলো কিন্তু এখন অবনতি হয়েছে। যা দ্রুত সমাধান প্রয়োজন।
দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম রেজা বলেন, জয়পুরহাটসহ প্রতিটি উপজেলায় সাংবাদিক সংগঠনক প্রেসক্লাব একত্রিকরণ করলে ভালো হতো।
এ ছাড়া জেলার বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ জয়পুরহাটের উন্নয়নের চিত্র তুলে ধরেন। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র বিভিন্ন উন্নয়নচিত্র পূর্বের এমপিদের তুলনায় ভালো। জয়পুরহাটকে নিয়ে ভবিষ্যতের চিন্তা ধারা তুলে ধরেন।
বিভিন্ন জনের প্রশ্নের উত্তরপর্বে জাতীয় সংসদের হুইপ বলেন, জয়পুরহাট সংসদীয়-২ আসনসহ পুরো জয়পুরহাট জেলার উন্নয়ন করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। সেই সাথে তিনি জয়পুরহাটকে উন্নত এবং একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা চান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা * মুক্ত আলোচনা করেন হুইপ স্বপন