ভোলায় বাল্যবিবাহ রোধে সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো.সবুজ,ভোলা প্রতিনিধিঃ
ভোলায় সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকদের বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় ভূমিকা শীর্ষক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে)সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুল ইসলাম,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.নাছির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন, স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক মো. রাকিবুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুল ইসলাম বলেন,বাল্যবিবাহ প্রতিরোধ করতে অভিভাবকদের সচেতন হতে হবে।বাল্যবিবাহের আইন ও বাল্যবিবাহের প্রতিকার সম্পর্কে বিস্তর আলোচনা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ভোলায় বাল্যবিবাহ রোধ