ময়মনসিংহে মাল্টিপার্টি  অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে ‘রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভা

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি  অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহ এর উদ্যোগে ২৯-মে  সোমবার দিনব্যাপী নগরীর গ্রীণ পয়েন্ট  কনভেনশন হলরুমে  ” রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন”  বিষয়ক অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সোসাইটি সহ অন্যান্য সেক্টরের প্রতিনিধিগণেরর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়  ।
মাল্টি পার্টি  অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহের সভাপতি ও আওয়ামী লীগের পলিটিক্যাল ফেলো সুমন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে এমএএফ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি  অধ্যাপক দিলরুবা সারমিন এর সঞ্চালনায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সিভিল সোসাইটির সমন্বয়ে গঠিত মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দের মধ্যে এমএএফ সাধারণ সম্পাদক ও বিএনপির ফেলো জামাল উদ্দিন আহমেদ, এমএএফ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারা খাতুন, এমএএফ সহ-সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ.কে.এম মাহবুবুল আলম, এমএএফ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, এমএএফ উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু প্রমুখ বক্তব্য রাখেন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ময়মনসিংহে মাল্টিপার্টি  অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে 'রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন