বঙ্গবন্ধু’র ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে শ্রীমঙ্গলে আলোচনা সভা

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

আজ২৮শে মে (রবিবার) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শুধু বাংলার নন- তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি ।

এছাড়াও সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিনুল ইসলাম সেলিম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।

পরে স্কুলপর ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং এ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মঝে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জুলিও কুরি * শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি