সাভারে প্রকাশ্যে ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকা, ২১ দিন পরে উদ্ধার ১১ লক্ষ টাকা

আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ
সাভারে প্রকাশ্যে ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকা ২১ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন। পুলিশ সুপার বলেন,চলতি মাসের ৭ তারিখে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখার প্রায় ২৫ লক্ষ টাকা ছিনতাই করেন একদল ছিনতাইকারী। এসময় টাকা ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা দ্রুত গতিতে প্রাইভেট কারে করে পালিয়ে যায়। পরে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখা কতৃপক্ষ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ ও পটুয়াখালি জেলায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী শিমুল,তাওহিদ ইসলাম ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়,পেশাদার এই ছিনতাইকারীদের নামে ঢাকাসহ বিভিন্ন থানায় নানা অপরাধে একাধীক মামলা রয়েছে। দুপুরে আসামীদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে পুলিশ।
অপরদিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক যুবককে অপহরণ করে বাড়িতে ডেকে নিয়ে মুক্তিপণের অভিযোগে সাদিকুজ্জামান নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন