নেত্রকোণায় বঙ্গবন্ধুর‌ জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়

আবদুল গাফ্ফার, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। সকালে জেলা পাবলিক হল মিলনায়তনে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয় উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে দিবস পালনের  শুভ সূচনা করেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এরপরে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী আয়োজিত হয়। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও স্মারক ডাকটিকেট এর উন্মোচন করা হয়।
এসময় পুলিশ সুপার, নেত্রকোণা, মেয়র, নেত্রকোণা পৌরসভা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য দপ্তরের কর্মকর্তারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নেত্রকোণায় বঙ্গবন্ধুর‌ জুলিও কুরি শান্তি পদক