মধ্যনগরে “জুলিওকুরি” অর্জনের অর্ধশতাব্দী পালন

অমৃতজ্যোতি, মধ্যনগর, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিওকুরি”শান্তি পদক প্রাপ্তির ৫০বছর (অর্ধশতাব্দী) পূর্তি উপলক্ষ্যে উপজেলা পরিষদের উদ্যোগে বিপি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চিত্রাঙ্কন,আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে রোববার বিকেল ৪টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতাকে আনুষ্ঠানিকভাবে বিশ্বশান্তি পরিষদ “জুলিওকুরি”শান্তি পদকে ভূষিত হন। এটিই স্বাধীন বাংলাদেশের প্রথম সম্মানজনক পদক ছিল। এসময় জাতির পিতার প্রতি বিনম্রশ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সর্বসাধারণ। বিভিন্ন আনুষ্ঠানিকতায় বক্তব্য সহ অংশনেন মধ্যনগরের বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বিপি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী,এসআই শামীম আল-হাসান সহ আরো অনেকেই। মহতী অনুষ্ঠানিকতা শেষে প্রতিযোগী বিজয়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মধ্যনগরে "জুলিওকুরি" অর্জনের অর্ধশতাব্দী পালন