দুমকিতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদকের ৫০ বছরপূর্তি পালন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির ‘জুলিও কুরি‘ পদকের ৫০বছরপূর্তি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও মো: আল ইমরান‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আ.লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিম, সহসভাপতি মিজানুর রহমান সিকদার, মো: আমিনুল ইসলাম সালাম, সরকারি জনতা কলেজ অধ্যক্ষ মো: আবদুল লতিফ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, আ.লীগ নেতা কেএম সহিদুল ইসলাম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্ত হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৫০বছরপূর্তি পালন * বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী
সর্বশেষ সংবাদ