সাতক্ষীরায় ভ্যানের পাটাতনের নিচে থেকে ৩৯৯ বোতল ফেনসিডিলসহ আটক-২ 

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় ফেনসিডিল লুকিয়ে বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৭ মে) সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকৃতরা হলেন মো. শহিদুল ইসলাম (৩০) ও মো. আখের আলী গাজী (৪৭) জেলার কালিগঞ্জ এলাকার বাসিন্দা৷ এ সময়  তাদের কাছ থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শনিবার সন্ধ্যায় র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  র‍্যাব-৬ জানায়  গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ও দেবহাটায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় গ্রেফতারকৃতদের ইঞ্জিন চালিত নসিমন ও ব্যাটারী চালিত ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল এবং ১৯৯ বোতলসহ মোট ৩৯৯ (তিন শত নিরানব্বই) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের দেবহাটা ও কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সাতক্ষীরায় ভ্যানের পাটাতনের নিচে থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল
সর্বশেষ সংবাদ