শিক্ষক মিলন মেলা’২৩ঃ নান্দনিক শৈল্পিক ছোঁয়ায় জীবন্ত ইতিহাস হলো এমপি সবুজ’র আগমনে

সদরুল আইনঃ
         গাজীপুরের শ্রীপুরের পৌরসভার ৪ নং ওয়ার্ডের নান্দনিক শৈল্পিক ছাঁয়া-সুনিবিড় প্রকৃতির কোলে গড়ে উঠা গ্রীনভিউ রিসোর্ট।
প্রকৃতির এই অপার নীলিমার স্বপ্নীল পরিবেশে আজ দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক মিলন মেলা।গাজীপুর-৩ আসনের সকল হাইস্কুল ও কলেজের শিক্ষকগণ বর্নীল আয়োজনে আজ হৃদয় বেদীতে স্বাগত জানাবেন তাদের প্রিয় এমপি,রাখাল রাজা,উঠান বৈঠকের রুপকার,পথ ও চারণ কবি ইকবাল হোসেন সবুজকে।
শিক্ষকরা যে সর্বোচ্চ মর্যাদাবান,দেশ জাতি সমাজ বিনির্মানে তাদের যে অনন্য ভূমিকা রয়েছে,আগামি দিনের বাংলাদেশ ও অনাগত প্রজন্মকে সুশিক্ষিত করার ব্রতচারি যে তারা তা অতীত শাসকরা আমলে না নিলেও একাদশ সংসদ নির্বাচনে রেকর্ড ভোটে উঠে আসা জেলা আ.লীগের সফল মুখ,সাধারন সম্পাদক এমপি ইকবাল হোসেন সবুজ সেই দৃষ্টান্ত রেখে চলেছেন এখানকার শিক্ষক সমাজের মাঝে।
স্থানীয় প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ এখন ফুলেল মঞ্চে আসীন।হাজার হাজার শিক্ষকের মুখর পদচারণায় মুখর গ্রীনভিউ রিসোর্ট চত্বর।হৃদয়ের সবটুকু ভালবাসার অর্ঘ্যে বরণ করে নিয়েছেন শিক্ষকরা গাজীপুর -৩ আসনের অপার বিস্ময় আধুনিক মানবিক শ্রীপুরের জনক ইকবাল হোসেন সবুজ এমপিকে।
সারাদিন এবং রাতের প্রথম প্রহর পর্যন্ত নানা বর্ণীল আয়োজনে শিক্ষকরা সাজিয়েছেন আজকের দিনটিকে।নয়নাভিরাম প্রকৃতি যেন আরও বাগ্ময় হয়ে উঠেছে এই জনপদের সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব,শেখ হাসিনার বিস্ময়কর আবিষ্কার ইকবাল হোসেন সবুজ এমপি একান্তে কাছে পেয়ে।মানুষ ও মানবতার সীমানায় হাস্যজ্জ্বোল স্বার্থকতার অমিয় সুধায় অজান্তে তৃপ্ত চারন কবি ইকবাল হোসেন সবুজ এমপি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এমপি সবুজ'র আগমন * শিক্ষক মিলন মেলা'২৩ঃ
সর্বশেষ সংবাদ