বিলাইছড়িতে বাক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরী রোহিঙ্গা কর্তৃক ধর্ষণের শিকার 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি)  প্রতিনিধিঃ- রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বাক প্রতিবন্ধী এক পাহাড়ি কিশোরীকে হাত বেঁধে ০১ জন রোহিঙ্গা  বাঙ্গালী কর্তৃক ধর্ষণ বা লালসার  শিকার হয়েছে বলে জানা যায়।
 গত ২৫ মে- বৃহস্পতিবার  আনুমানিক ১১ঃ০০ ঘটিকায়,বিলাইছড়ি উপজেলার ০৩ নং ফারুয়া ইউনিয়নের দূর্গম ০৮ নং ওয়ার্ড, তাংকুইতাং পাড়াস্হ দক্ষিণ পাশের খামার বাড়ির জুম ঘরে বাক প্রতিবন্ধী পাহাড়ী কিশোরীর নাম সুখী রানী তঞ্চঙ্গ্যা(১৭)।
 পরিবারের লোকজন জুমের কাজ করতে গেলে সেই সুযোগে ভিকটিমকে একা পেয়ে তাদের পূর্বপরিচিত বাঙ্গালী মোঃ হাসান(রোহিঙ্গা)হাত বেঁধে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার পরিবারের সদস্যদের বিষয়টি বললে পরিবারের লোকজন স্থানীয় হেডম্যান এবং বাজার কমিটির লোকজনকে অভিযোগ করেন, পরে তারা বিষয়টি ফারুয়া বাজার আর্মি ক্যাম্পকে অবগত করলে সেনাবাহিনী অভিযুক্ত হাসানকে অদ্য সকালে তাংকুইতাং থেকে গ্রেফতার করে ফারুয়া বাজার আর্মি ক্যাম্পে নিয়ে আসে।
উল্লেখ্য যে, বর্তমানে ভিকটিম সুখী রানী তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি থানায় পুলিশ হেফাজতে রয়েছে এবং গ্রেফতারকৃত আসামী হাসানকে এএসআই (নিঃ) জিয়াউল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ০৩ জন সহ ফারুয়া বাজার আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে ১৭ঃ১০ ঘটিকায় সেনাবাহিনীর জিম্মায় হতে নিয়ে আসার জন্য রওয়ানা হন বলে জানা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিলাইছড়িতে বাক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরী রোহিঙ্গা কর্তৃক ধর্ষণের শিকার