আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

সদরুল আইনঃ
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে মর্যাদার লড়াইটি।
ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মোট ৩৮ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সেখানে দেখা যায় চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১৫ লাখ টাকা। আর রানার আপ দল পাবে ৮ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা।
এছাড়া তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা পাবে সাড়ে চার লাখ ডলার। চতুর্থ হওয়া ইংল্যান্ড পাবে সাড়ে তিন লাখ ডলার।
পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার। আর ষষ্ঠস্থানে থাকা নিউজিল্যান্ড, সপ্তমস্থানে থাকা পাকিস্তান, অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও নবমস্থানে থাকা বাংলাদেশ প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আইসিসি টেস্ট * চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা