সদর উপজেলার দুটি অনুষ্টানে ব্যস্ত ছিলেন রংপুরের ডিসি

রংপুর থেকেঃ
রংপুর সদর উপজেলার একটি অনুষ্ঠানে বোরো ধান কাটা অন্য একটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যস্ত সময় পার করেছেন রংপুরের ডিসি ড. চিত্র লেখা নাজনীন।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নাছিমা জামান ববি, বিসিএসআই, ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. চপল কুমার রায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রংপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলী বেগম সহ রংপুর সদর উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীরগণ। বিকেলে খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গঞ্জিপুর এলাকায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষকৃত বোরো ধান কর্তন উদ্বোধন ও মাঠ দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল সহ স্থানীয় সমলয়ের কৃষকরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার কৃষি অফিসার মোছাঃ তানিয়া আক্তার। সুবিধাভোগী কৃষকসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রংপুরের ডিসি ড. চিত্র লেখা নাজনীন
সর্বশেষ সংবাদ