চরভদ্রাসনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

ফরিদপুর প্রতিনিধিঃ
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে উপজেলার সদর বাজারের দুধ হাটায় সদর ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন ঘরমালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মো. শহিদুল মোল্যার সভাপতিত্বে ও বিট অফিসার এসআই মোরশেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরভদ্রাসন থানার অফিসার  ইনচার্জ (ওসি) সেলিম রেজা।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি সেলিম রেজা বলেন, উপজেলায় কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম, স্থানীয় আ’লীগ নেতা আনোয়ার আলী মোল্যা, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও ব্যবসায়ী মো. শহিদুল মোল্যা প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চরভদ্রাসনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত