সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:

অগ্নিবীণার শতবর্ষ’ বঙ্গবন্ধুর চেতনায় শানিত রূপ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, এনডিসি বাপ্পি দত্ত রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হামিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আবৃত্তি ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ১২৪ তম জন্মবার্ষিকী পালিত * অগ্নিবীণার শতবর্ষ * সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম