ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক মামলার যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আল আমিন-(৩৫) নামে মাদক মামলার এক যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (২৫মে) ভোরে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বিজয়নগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আল আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আদালতের কারাদণ্ডাদেশ প্রদানের পর থেকে সে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে আসছিলো। আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের ইকরতলী গ্রামে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আল আমিনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ