সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষকে ছুরিকাঘাত 

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষের একজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে মামলার বাদীপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টার দিকে  সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির শুকুর আলী সরদার (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ইছাপুর গ্রামের বাসিন্দা ও পুরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার
আহত শুকুর আলী বলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে ৬৭ শতক জমি ক্রয় করি। যেটা নিয়ে একই এলাকার আবু সাঈদ সোহেলের সাথে তার বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত কারনে সোহেল একটি মামলা করেন। সেই মামলায় নোটিসের জের ধরে আজ সকালে আদালতে হাজির হই। ওই সময় বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সোহেল আমাকে ছুরি কাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশের সহয়তায় সাতক্ষীরা সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়।
এব বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল হামলাকারী আবু সাঈদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষকে ছুরিকাঘাত