তিনটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন, নগদ দুই লক্ষ টাকা জরিমানা

আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ
সাভারের বনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাঙের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ কয়েক তৈরির কারখানা। অবৈধ এসব কয়েল কারখানার মেশিন চলছে অবৈধ গ্যাস সংযোগে। সকালে এমন তিনটি অবৈধ কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেছে সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আক্তার।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখ ফাকি দিয়ে বনগাঁও ইউনিয়নের দাসপাড়াসহ বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে এসব অবৈধ কয়েল তৈরির কারখানা গড়ে উঠেছে। বিষাক্ত কেমিক্যালের রঙ দিয়ে এসব কয়েক তৈরি হচ্ছে প্রতিদিন। ক্রেতারা না বুঝেই এসব অবৈধ কয়েল কিনে প্রতারিত হওয়ার পাশাপাশি এসব কয়েল মশা তাড়ানোর জন্য বাসা বাড়ি দোকানপাটে জালানোর কারণে এর বিষাক্ত ধোওয়ায় শিশুসহ নানা বয়সী মানুষ গুরুতর অসুস্থ হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সকালে দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় তিনটি অবৈধ কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আক্তার। এসময় তিনি তিনটি অবৈধ কয়েল তৈরির কারখানার চোরাইকৃত গ্যাস সংযোগ বিছিন্ন করণের পাশাপাশি নগদ অর্থও জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রের উপস্থিতি টের পেয়ে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে মেশিন চালানো অবৈধ এসব কয়েল তৈরির কারখানার মালিক ও শ্রমিকরা কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে এসব কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। অবৈধ এসব কারখানার মালিকরা চতুর হওয়ায় সবসময় কারখানা গুলোর আশে পাশে সিটি টিভি ক্যামেরা বসিয়ে মনিটরিং করছে যাতে কোন প্রশাসনের ব্যক্তির আসার লক্ষণ দেখলেই কারখানায় তালা ঝুলিয়ে গোপন গেট দিয়ে পালিয়ে যায়।
সরেজমিনে এসব অবৈধ কয়েল তৈরির কারখানায় গিয়ে দেখা যায়,বিষাক্ত কেমিক্যাল ও রং দিয়ে এসব কয়েল তৈরি করে অসাধু মালিকরা বাজারে বিক্রি করে ক্রেতাদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে যেন দেখার কেউ নেই। স্থানীয়রা শুধু গ্যাস সংযোগ বিছিন্ন নয় অবৈধ এসব কয়েল তৈরির কারখানা চিরতরে আবাসিক এলাকা থেকে উঠিয়ে দিয়ে এসব কয়েল তৈরির কারখানার প্রতারক মালিকদের কঠোর শাস্তি দাবি করেছেন প্রশাসনের কাছে। ওই তিনটি অবৈধ কয়েল তৈরির কারখানার গ্যাস সংযোগের পাশাপাশি সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করণ ও নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে এসময় সাভার তিতাস গ্যাসের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সাভারের বনগাঁওয়ে
সর্বশেষ সংবাদ