আদিতমারী থানার বিশেষ অভিযানে ১১৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার

আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের  আদিতমারী  থানার বিশেষ অভিযানে ১১৫ (একশত পনের) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
২৪/০৫/২০২৩ খ্রিঃ বিকেল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মো. মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এএসআই আইয়ুব আলী ও সঙ্গীয় ফোর্সের সম্ন্বয়ে আদিতমারী থানাধীন ৬ নং মহিষখোচা ইউপির পলাতক আসামী ১।
মো. হারুন অর রশিদ (৪৫) (ইউপি সদস্য), পিতা- মৃত আব্দুর রশিদ, গ্রামঃ গোবর্ধন, ৭নং ওয়ার্ড, থানা আদিতমারী, জেলা- লালমনিরহাট এর বসত বাড়ি তল্লাশিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী সহ তার সহযোগী অপর আসামী ২।
মো. রুবেল মিয়া (২৩), পিতা- মো মহুবর রহমান, সাং- মহিষখোচা (ডাকুর খামার), ১নং ওয়ার্ড, উভয় থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটদ্বয় ১নং আসামীর বসতবাড়ি হতে তাদের ব্যবহৃত একটি নীল রংয়ের আরটিআর এপাচি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ধাওয়া করলে আসামীদ্বয় মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
পরে উক্ত মোটরসাইকেলটি তল্লাশিকালে মোটরসাইকেলের ট্যাংকি ও সীটের নীচে ১১৫ (একশত পনের) বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরবর্তীতে ফেন্সিডিল এবং উপরোক্ত ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে আদিতমারী  থানার মামলা নং-২৭, তাং-২৪/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(গ)/৩৮/৪১ রুজু  করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।
উদ্ধারকারী অফিসার-অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, এসআই মিজানুর রহমান, এএসআই আইয়ুব আলী ও সঙ্গীয় অফিসার-ফোর্স  আদিতমারী থানা, লালমনিরহাট।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ১১৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল * আদিতমারী থানার বিশেষ অভিযান * একটি মোটরসাইকেল উদ্ধার