বরিশালবাসীকে উন্নত ড্রেনেজ ব্যবস্থা দেয়ার অঙ্গীকার দিলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন

বরিশালে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। ফলে নাগরিকদের সীমাহীন  দুর্ভোগ পোহাতে হয়।   এসব জলাবদ্ধতার৷ কারনে শিশুসহ সর নাগরিকদের  মাঝে পানিবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি হয়।  এ সব সমস্যা নিরসনে বরিশাল সিটি তে উন্নত ড্রেনেজ ব্যবস্থা  করা  হবে।  মুফতি ফয়জুল করীম বলেন আপনারা  হাতপাখায় আস্থা রাখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ  বিজয়ী হলে আমরা বরিশাল নগরবাসীকে উন্নত ড্রেনেজ ব্যবস্থা উপহার দেব ইনশাআল্লাহ। বুধবার ২৪ শে মে ২০২৩ ইং বিকেলে নগরীর ভাটিখানা এলাকায় নাগরিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বরিশাল নগরী একেবারেই নতুন কোনো নগরী নয়। সিটি কর্পোরেশন ঘোষণার পর থেকে বেশ কয়েকজন এ নগরীর দায়িত্ব পালন করেছেন। তাঁরা জনগণের প্রয়োজনীয় সুবিধা প্রদানে অনেকাংশে ব্যর্থ হয়েছেন। আমরা নির্বাচিত হলে জনগণের সাথে প্রতারণা করবো না ইনশাআল্লাহ। নগরবাসীর জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করবো এবং বরাদ্দকৃত অর্থের শতভাগ বাস্তবায়ন করবো। বিকেলে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বরিশাল নগরীর দরগা বাড়ী, মুনশি গ্যারেজ ও কাউনিয়া আকন ভিলা এলাকায় বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরিশালবাসীকে উন্নত ড্রেনেজ ব্যবস্থা দেয়ার অঙ্গীকার