শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য,মহিলা ইউপি সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স  এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪শে মে বুধবার দুপুর  সমাপনী অনুষ্ঠানে জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী দিনে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি,সাবেক চীফ হুইপ  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

গত সোমবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও মহিলা সদস্যসহ ৪২ জন অংশগ্রহন করেন। এছাড়াও অনুষ্ঠানে  সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স