সড়ক দূর্ঘটনায় সৈয়দপুর জেলা বিএনপি নেতা আব্দুল খালেক নিহত

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি বুধবার (২৪ মে) বিকেল ৬ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একইদিন দুপুর ১ টা ৩০ মিনিটের সময় নীলফামারীতে এক সড়ক দূর্ঘটনায তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।
তাঁর মৃত্যুর খবরে সৈয়দপুরসহ পুরো রংপুর বিভাগের বিএনপি পরিবার এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে নিহত বিএনপি নেতার জানাজা ও দাফন আগামীকাল সম্পন্ন হবে।
সৈয়দপুরের সকল রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর মেয়র কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানসহ নেতাকর্মী, ব্যবসায়ী, শিল্পপতি, পেশাজীবীসহ আপামর সৈয়দপুরবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আব্দুল খালেক অত্যন্ত মিষ্টিভাষী, মিশুক প্রকৃতির ও সৌহার্দ্যপূর্ণ কোমল মানসিকতাসম্পন্ন ব্যক্তি ছিলেন। সদা সহাস্যমুখ, প্রাণচঞ্চল, শান্তিপ্রিয় এমন মানুষের মৃত্যুতে সৈয়দপুর জেলা বিএনপি একজন ব্যক্তিত্ববান ও প্রতিশ্রুতিশীল নেতাকে হারালো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সড়ক দূর্ঘটনায় সৈয়দপুর জেলা বিএনপি নেতা আব্দুল খালেক নিহত
সর্বশেষ সংবাদ