বিলাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিকেন্সের অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
বিলাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাপ্তাই স্টেশন শাখা কর্তৃক বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে অগ্নি-নির্বাপণ মহড়া সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুর ১২ঃ০০ ঘটিকা সময় উপজেলা প্রশাসন বিলাইছড়ি-এর আয়োজনে বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শাখা কর্তৃক এই অগ্নি-নির্বাপণ মহড়া ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এসময় মো. মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বিলাইছড়ি -এর উপস্থিতিতে, ওয়্যার হাউজ কাপ্তাই শাখার ইন্সপেক্টর মো. নুরুল করিম-এর নেতৃত্বে কয়েকটি ধাপে বাজার ব্যাবসায়ী এবং বসবাসকারীদের অগ্নি নির্বাপক ও নিবারনের বিভিন্ন কৌশল, প্রশিক্ষণ মহড়া ও ফায়ার অডিট সম্পন্ন হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডার মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শামসুদ্দিন, ফায়ার ফাইটার সদস্যগণ কাপ্তাই ফায়ার স্টেশন শাখা, বিলাইছড়ি বাজার সভাপতি শুভাশিষ কর, সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, ব্যাবসায়ী, রেডক্রিসেন্টের সদস্যগণ এবং বাজারে বসবাসকারী জনসাধারণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ * ফায়ার সার্ভিস * বিলাইছড়ি * সিভিল ডিকেন্সের