থামরাই সরকারী নির্দেশ অমান্য করে আকাশ সিএনজি ফিলিং ষ্টেশন গণপরিবহনে গ্যাস বিক্রি করছে

আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ
সরকারী নির্দেশ অমান্য করে ঢাকার ধামরাইয়ে গণপরিবহনে গ্যাস বিক্রি করছে আকাশ সিএনজি ফিলিং ষ্টেশন কতৃপক্ষ। গ্যাস বিক্রির পুরোটা সময় সিএনজি ফিলিং ষ্টেশন কতৃপক্ষ বিদ্যুৎ এর লাইট বন্ধ রাখছে যাতে করে প্রশাসন দেখতে না পারে। এমন অভিনব প্রতারণা ও সরকারী নির্দেশ বৃদ্ধাঙ্গুলী দিয়ে গ্যাস বিক্রির দায়ে স্থানীয়রা সিএনজি ফিলিং ষ্টেশনটির কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া এলাকার আকাশ সিএনজি ফিলিং ষ্টেশন কতৃপক্ষ সরকারী নির্দেশ অমান্য করে বন্ধের সময় সন্ধ্যা ছয়টা থেকে বাস, সিএনজি প্রাইভেটকার সহ গণপরিবহনে অতিরিক্ত অর্থের লোভে গ্যাস বিক্রি করছে।
সরকারী নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতিনিয়ত সিএনজি ফিলিং ষ্টেশনটি গ্যাস বিক্রি করলেও যেন দেখার কেউ নাই। গ্যাস বিক্রির সময় ফিলিং ষ্টেশনটির সব লাইট বন্ধ রাখা হয় যাতে করে প্রশাসনের কর্মকর্তারা গ্যাস বিক্রির বিষয়টি দেখতে না পারে। এমন অভিনব প্রতারণার দায়ে স্থানীয়রা অবিলম্বে সিএনজি ফিলিং ষ্টেশনটির গ্যাস সংযোগ বিছিন্নসহ তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।
গ্যাস নিতে আসা পরিবহন চালকরা জানায়, আকাশ সিএনজি ফিলিং ষ্টেশন কতৃপক্ষ অতিরিক্ত অর্থের লোভে প্রতিনিয়ত সরকারী নির্দেশ অমান্য করে গ্যাস বিক্রি করছে পরিবহনে যার ফলে বিভিন্ন বাসা বাড়িতে রান্নার সময় তীব্র গ্যাস সংকট দেখা দিচ্ছে।
এবিষয়ে আকাশ সিএনজি ফিলিং ষ্টেশনের ম্যানেজার শরিফুল ইসলাম বলেন, এক দুই দিন হলো আমরা সরকারী নির্দেশ অমান্য করে গ্যাস বিক্রি করছি কারণ সিএনজি ফিলিং ষ্টেশনটি অনেকদিন বন্ধ ছিলো তাই।
তিতাস গ্যাস কতৃপক্ষ বলছে, কোন সিএনজি ফিলিং ষ্টেশন কতৃপক্ষ সরকারী নির্দেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস বিক্রি করতে পারবে না যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানাযায় সরকারি নির্দেশে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১ টা পর্যন্ত সব সিএনজি ফিলিং ষ্টেশনে গনপরিবহনে গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে আকাশ সিএনজি ফিলিং ষ্টেশন টাকার লোভে সন্ধ্যার পরও বিভিন্ন গাড়িতে গ্যাস বিক্রি করে আসছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আকাশ সিএনজি ফিলিং ষ্টেশন * গণপরিবহনে গ্যাস বিক্রি করছে * থামরাই সরকারী নির্দেশ অমান্য করে
সর্বশেষ সংবাদ