রুমায় প্রকাশ্যের অবৈধ পাথর ও বালু উত্তোলনে পরিবেশের বিপর্যয়

অংবাচিং মারমা, রুমা,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে রুমা উপজেলার  সদর ইউনিয়ন থেকে-১ কিলোমিটার দুরত্বে সাংগু নদী চর হতে তিন-চার পয়েন্টে বালু উত্তোলন ও ৩ কিলোমিটারে দুরত্বে ৯নং ওয়ার্ডের সামাখাল পাড়া পাশ্ববর্তী বগাঝিড়ি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করেই চলেছে প্রভাবশালী নেতারা।
আজ মঙ্গলবারে (২৩ মে) সকালেই সরেজমিনে গিয়ে দেখা মিলে,মুনলাই পাড়া যাওয়ার পথে রাস্তার পাশে তিন-চারটি পয়েন্ট থেকে ট্রাক দিয়ে   বিভিন্ন জায়গায় বালু সরবরাহ করতে দেখা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, রুমা উপজেলা আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক পনলাল চক্রবর্তী নেতৃত্বে একটি গ্রুপ ও বিশিষ্ট ঠিকাদার জসিম উদ্দিন এর নেতৃত্বে ১০-১২জন মিলে বালু উত্তোলন করেছে।
অপরদিকে রুমা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সামাখাল পাড়া বগা ঝিড়ি থেকে পাথর উত্তোলন করে সরকারি রাস্তায় প্রকাশ্যের মিশিন দিয়ে পাথর কংক্রিট করা দেখা মিলে । এতেই নাম প্রকাশ্যের অনিচ্ছুক শ্রমিকদের জিজ্ঞেসাবাদ করা হলে তারা বলেন, আমাদেরকে বান্দরবান থেকে ঠিকাদার মংওয়েনু মারমা কাজ করার জন্য পাঠিয়েছে,তাই আমরা দিন মজুরি হিসেবে কাজ করছি। ১কিলো রাস্তার কাজে চারটি কালভার্ট এর কাজে ২-৩ হাজারের ফুট পাথর তুলেছি।
পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে সর্বোচ্চ আদালতের আদেশ গোপন করে-১ বছর ধরে রুমাখাল মুখ সাংগু নদী থেকে বালু  উত্তোলন করছিল প্রভাবশালীরা। কিছুদিন বন্ধ থাকার পর আবারও কৌশল বদল করে রুমা খাল মুখ সাংগু নদী থেকে বালু উত্তোলনে মরিয়া হয়ে উঠেছে তিনটি -চারটি চিহ্নিত চক্র। এ অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে থাকতে হবে প্রশাসনকে।
বস্তুত বেআইনি হলেও প্রভাবশালী ও দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ প্রশাসনের নাকের ডগায় সামাখাল পাড়া বগা ঝিড়ি থেকে ও পাথর উত্তলন ও সাংগু নদী থেকে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায়ই সেখানে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হলেও প্রশাসন ও পুলিশ নীরব ভূমিকা পালন করে আসছে।
অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ না হওয়ার কারণ ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে লোকদেখানো অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পরপর আবারও শুরু হয় বালু ও পাথর উত্তোলন।
প্রশ্ন হল,অভিযান পরিচালনার আগেই যদি অপরাধীরা খবর পেয়ে যায়,তাহলে সেই অভিযানের অর্থ কী? তাহলে কি শর্ষের ভেতরেই রয়েছে ভূত? এই ভূত তাড়াতে কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নিতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক এর সাথে সরকারি নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ার বক্তব্য নেওয়ার সম্ভব হয়ে উঠেনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রুমায় প্রকাশ্যের অবৈধ পাথর ও বালু উত্তোলন