সালথায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়)’-এর আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ফরিদপুরের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার দোহার গট্টি গ্রামের খন্দকার ইমারত হোসেনের বাড়ির আঙ্গিনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে দোহার বিল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি খন্দকার ইমারত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তুরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সিনিয়র ফ্যাসিলেটর মোঃ ফেরদৌস, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিনু রানী সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ব্রি-ধান ৯৬’ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চফলনশীল জাত। এ ধানের চাল ভারত ও পাকিস্তানের বাসমতি চালের মত চিকন ও সুগন্ধযুক্ত। চাল রান্না করলে ভাত ঝরঝরে হয়। হেক্টর প্রতি উৎপাদন ছয় থেকে সাড়ে ছয় মেট্রিক টন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সালথায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত