গোপালপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনামূলক সভা অনুষ্ঠিত
মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ভূমি অফিস এর আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
(২৩ মে) মঙ্গলবার সকালে উপজেলা হলরুম এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা ভূমি অফিসের বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে অবহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা সরকারি কমিশনার ভূমি মাসতুরা আমিনা, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মৎস্য বিষয়ক কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, উপজেলা কৃষি অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা প্রাণী বিষয় কর্মকর্তা ডাক্তার শরীফ আব্দুল বাছেদ, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী ও সুধী সমাজের ব্যক্তিবর্গ।