প্রকৃত আ.লীগের কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে হাইব্রিড আ.লীগ: মনোনয়ন প্রত্যাশী খলিলুর
স্টাফ রিপোর্টার, পাবনা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন চান ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার।
সোমবার (২২ মে) দুপুরে পাবনার চাটমোহর থানা বাজারে স্বাদ প্লাস-৩ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
খলিলুর রহমান সরকার বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে অভাবনীয় উন্নতি সাধন হয়েছে। বড় বড় মেগা প্রকল্প হয়েছে। পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে নতুন রেললাইন হচ্ছে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, মডেল মসজিদ হয়েছে, আশ্রায়ন প্রকল্প হয়েছে, পাতাল রেল হচ্ছে। এছাড়া আরো অনেক উন্নয়ন হয়েছে। জঙ্গীবাদ, সন্ত্রাস, দূর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়িক দল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চললেও দেশে অভাব নাই। পনেরো বছর আগে দারিদ্রের হার ছিল প্রায় ৩৫ শতাংশ, আর এখন ৫ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছে। ১৫ বছরে আওয়ামীলীগ সবকিছুতে অনন্য অবদান রেখেছে। সরকারের উন্নয়নে ঘাটতি নাই তবে প্রচারের ঘাটতি আছে।
তিনি বলেন, পাবনা-৩ এলাকায়ও উন্নয়ন হয়েছে। তবে উন্নয়ন বৈষম্যের কারণে চাটমোহর ও ফরিদপুর পিছিয়ে আছে। পাবনা-৩ এলাকার প্রকৃত আওয়ামীলীগ কর্মীরা নির্যাতিত হচ্ছে। আমি চাই প্রকৃত আওয়ামীলীগের হাতে ক্ষমতা আসুক। প্রকৃত আওয়ামীলীগ কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে হাইব্রীড আওয়ামীলীগ। ফরিদপুরের আওয়ামীলীগ নেতাদের নামে একের পর এক মামলা হয়েছে।
খলিলুর রহমান সরকার বলেন, আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামীলীগের সহ সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানেও সভাপতি হিসেবে আওয়ামীলীগের জন্য কাজ করছি। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রকৃত আওয়ামীলীগ কর্মীদের খুঁজে বের করে হিস্যা ও যোগ্যতা অনুযায়ী যার জন্য যতটুকু করা সম্ভব তা করবো।
সংবাদ সম্মেলনে ফরিদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল এহসান জন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মাজেদ সরকার, সাধারণ সম্পাদক ফজলুল হক, বিএলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর প্রামানিক, বনওয়ারীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।