পরিবেশ সংরক্ষণে বিশ্ব ভ্রমনে বের হয়েছেন ভারতের যুবক রোহান

পাবনা প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণে প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব ভ্রমনে বের হয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহন আগরওয়াল। ইতিমধ্যে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করে রোহান এখন রয়েছেন পাবনায়।

নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে বাংলাদেশে আসেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যের যানবাহনে করে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষে রবিবার (২১ মে) রাতে আসেন পাবনায়।

সোমবার (২২ মে) সকালে রোহান আগরওয়াল পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরির্দশনে যান। এসময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকেরা তাকে স্বাগত জানান।

পরে রোহান আগরওয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের প্লাস্টিক ব্যবহারে এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে ধারণা দেন এবং প্লাস্টিক পন্য ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান। পরে তিনি জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন।

স্কুলের পরিচালক জহিরুল ইসলাম বলেন, পরিবেশ নিয়ে তার যে চিন্তা সেটি পুরো পৃথিবীর জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা সবাই যদি তার ধারণাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি তাহলে পৃথিবী একটি বদলে যাবে। পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পৃথিবীর পরিবেশ রক্ষা পাবে।

এ বিষয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়া ভারতের যুবক রোহান আগরওয়াল বলেন, আমি পাঁয়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হয়েছি। বাংলাদেশের সকল জেলা ভ্রমণ শেষে আমি সর্বশেষ পাবনা জেলায় এসেছি। কখনও পাঁয়ে হেঁটে কখনও কারো মাধ্যমে সহযোগিতা নিয়ে আমি এ ভ্রমণ করছি।

তিনি বলেন, আমার ভ্রমণের উদ্দেশ্য পলিথিনের বিবজ্জনক প্রভাব থেকে পরিবেশকে বাঁচানোর বার্তা সকলের কাছে পৌঁছানো। আমি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের কাছে এই বার্তা পৌঁছে দেবার চেষ্টা করছি। বাংলাদেশ ভ্রমণ শেষে আমি মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, হংকং, মঙ্গোলিয়া, রাশিয়া, সাইবেরিয়াসহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে বের হবেন তিনি।

বাংলাদেশ ভ্রমন শেষে রোহানের মিয়ানমারে যাবার কথা রয়েছে। পরিবেশ সংরক্ষনে রোহান আগরওয়ালের এই বিশ্ব ভ্রমনকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ