সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি ও করনীয় বিষয়ক সভায় সুলতানা কামাল

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:

সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা এলজিইডি মিলনায়তনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্কের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অ্যাড. সুলতানা কামাল।

এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সভায় গত ৩ মাসে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা, নারী ও শিশু নির্যাতন মামলা সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করেন সুলতানা কামাল। গত তিন মাসে সাতক্ষীরায় ৪৪৮৪টি নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলা চলমান আছে এবং ৭৯টি অস্বাভাবিক মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

সভায় বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা তুলে ধরে আলোচনা করেন উপস্থিত বক্তা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * করনীয় বিষয়ক * মানবাধিকার পরিস্থিতি * সাতক্ষীরা * সুলতানা কামাল