পুলিশ কর্মকর্তার পরিচয়ে প্রাচীর ভাংচুর, জমি দখল ও হুমকি দেওয়ার অভিযোগ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামে জোর করে জমি দখল ও প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তা (এস আই) সহ কয়েকজনের বিরুদ্ধে। এমনকি মামলা দিয়ে হয়রানি ও ক্ষতি করারও হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (২১ মে) সন্ধ্যায় তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এর আগে রবিবার (২১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নওগাঁ গ্রামের মাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর মাজার পাড়ায় মোস্তফা সরকারের কাছ থেকে ৮ শতক জমি কেনেন আজাদ খান চিশতী। ক্রেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে জমি বুঝিয়ে নিয়ে সেখানে প্রাচীর নির্মাণ করেন আজাদ খান চিশতী। আজাদ খান চিশতীর বাড়ি পাবনা হওয়ায় জমি ভোগদখলে বাধা দিয়ে জোর করে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করেন মৃত খোরসুর ছেলে আব্দুস সালাম, সিরাজুল ইসলামের ছেলে সুমন আলী ও আব্দুর রাজ্জাকের ছেলে শাহ আলম। সর্বশেষ রবিবার (২১ মে) বিকেলে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নির্মাণ করা প্রাচীর ভাংচুর করে গুড়িয়ে দেন। এসময় এ ঘটনায় বাঁধা দিলে আজাদ খান চিশতীর জমিজমা দেখভালের দায়িত্বে থাকা আব্দুল মাজেদকে মামলা ও নানান রকমের হুমকি দেন সুমন আলী ও তার লোকজন।
এবিষয়ে পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়া সুমন আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয়ে পেয়ে ফোন কেটে দেন । এরপর একাধিকবার যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।