উজিরপুরের তিনভাগের একভাগ জনবল নিয়ে ভূমিসেবা সপ্তাহ শুরু

উজিরপুর প্রতিনিধি:
সারা দেশের নেয় স্মার্ট ভূমি সেবার গড়ার লক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ  ২০২৩ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আনন্দ রে ্যলী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার দুপুর ১ টায়   উপজেলা ভূমি অফিস চত্বর থেকে  একটি আনন্দ রেলী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে,উপজেলা ভূমি অফিস হল রুম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার  ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার , উজিরপুর প্রেসক্লাবের  সাবেক সভাপতি আঃ রহিম সরদার,  কানুনগো মোঃরুহুল আমিন , সার্ভেয়ার  জালাল উদ্দিন আহম্মেদ ও প্রমুখ।
এ সময় বক্তারা বলেন উপজেলা ভূমি অফিসে যে জনবল থাকা দরকার তার তিন ভাগের এক ভাগ জনবল রয়েছে এত কমসংখ্যক জনবল দিয়ে ভূমি সেবা চালু রাখতে ভূমি অফিস হিমশিম খাচ্ছে। সূত্র থেকে আরো জানা যায়, উপজেলা ভূমি অফিসে দুজন সার্ভেয়ার ও ৮ টি  ইউনিয়ন তহশীলদার পদ থাকলেও তার বিপরীতে  বর্তমানে পোস্টিং রয়েছে একজন মাত্র  সার্ভেয়ার ও চারজন তহশিলদার ৯ টি ইউনিয়নের ভূমিসেবা পরিচালনা করা কষ্টসাধ্য ব্যাপার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন পদ শূন্য হয়েছে। উপজেলার ভূমিসংক্রান্ত সমস্যা সমাধান করতে জরুরী ভিত্তিতে শূন্য পদে জনবল নিয়োগের জোর দাবি জানায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উজিরপুর * ভূমিসেবা সপ্তাহ শুরু